মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মাঠ পর্যায়ের সাথে উন্নয়ন কর্মকান্ড প্রচারএবং সন্ত্রাস, জঙ্গীবাদ, উগ্রসাম্প্রদায়িকতা প্রতিরোধ ও উন্নয়নমূলককার্যক্রম বিষয়ে ভিডিও কনফারেন্স আগামী ২৪/১১/১৬ ইং তারিখে সময় বেলা২.০০টায় ২নং পালশা ইউপির ১০টি স্থান দেখানো হবে। স্থান সমূহ হলো-
১। ২নং পালশা ইউপি চত্তরে
২। ১নং ওয়ার্ডের আমড়া চকবয়রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে
৩। ২নং ওয়ার্ডের চাটশাল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে।
৪। ৩নং ওয়ার্ডের বেলওয়া আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
৫।৪নং ওয়ার্ডের পশ্চিম পালশা গ্রামের আলিমের উঠানে।
৬। ৫নং ওয়ার্ডের মরিচা সায়েব মাস্টারের বাড়ীর মোড়ে।
৭। ৬নং ওয়ার্ডের ডুগডুগীহাট কারীগরী কলেজ মাঠ।
৮। ৭নং ওয়ার্ডের বলাহার হাট প্রাঙ্গনে।
৯। ৮নং ওয়ার্ডের মাঝিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ।
১০। ৯নং ওয়ার্ডের দেওগ্রাম ফাযিল মাদ্রাসামাঠ প্রাঙ্গনে।
আপনারা সকলে আমন্ত্রিত
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস